আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আইনজীবীদের হজ পালন উপলক্ষ্যে দোয়া’ জুয়েলের শুভ কামনা

আইনজীবীদের হজ্বব্রত পালন

আইনজীবীদের হজ্বব্রত পালন

 

 

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে আইনজীবীদের সৌদি আরব গমন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নীচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে সকল আইনজীবীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।
দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জুয়েল বলেন, আমরা সত্যিই সৌভাগ্যবান এই জন্যে যে, যাদের সাথে আমরা কাজ করছি তাদের মধ্যে ৬ জন আইনজীবী পবিত্র হজ্বব্রত পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। আমরা তাদেরকে বিদায় জানাচ্ছি। আমরা তাদের দোয়া করি, তারা যেন সঠিক ভাবে হজ পালন শেষে সুস্থ্যভাবে দেশে ফিরে আসেন। আমি তাদের অনুরোধ করছি তারাও যেন হজে গিয়ে আমাদের প্রায় ১৩’শ আইনজীবীদের জন্য দোয়া করেন। আল্লাহ্ যেন আমাদের সকলকে হায়াত দারাজ করেন এবং সুস্থ্য সবল রাখেন। আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভ কামনা রইলো।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারন সম্পাদক এড. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা এড. তারাজ উদ্দিন, এড. মশিউর রহমান শাহীন, এড. নাছিমা বেগম, এড. আলাউদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক এড. শারমিন আক্তার।
এবারে পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন জেলা আইনজীবী সমিতির ৬ জন সদস্য। এরা হলেন, এড. আব্দুল করিম, এড. আব্দুল বারী ভূইয়া, এড. মেরিনা বেগম, এড. অযুহা বেগম পুতুল, এড. মুহাম্মদ শাহ নেওয়াজ এবং এড. এসএম সিদ্দীকুর রহমান।