আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অয়নের প্রসংশা করলেন জ্যাঠা

সংবাদচর্চা রিপোর্ট:
অয়ন ওসমানকে নিয়ে গর্ব করেছেন তার জ্যাঠা সেলিম ওসমান। প্রশংসা বাক্যে তিনি উচ্চারণ করেছেন, অয়নের মতো যেন তরুণরা হয়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের করমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ভাতিঝার প্রশংসার পাশাপাশি তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

২০১৮-২০১৯ করবর্ষে নারায়ণগঞ্জের কর অঞ্চলের শ্রেষ্ঠ ‘তরুণ’ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান পুত্র অয়ন ওসমান। তিনি এ প্রাপ্তির জন্য তার পিতা শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।