আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীতে অবৈধ পার্কিং বিরোধি ভ্রাম্যমান আদালতের অভিযান

অবৈধ পার্কিং

অবৈধ পার্কিং

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরে অবৈধ পার্কিং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনজনকে জেল ও সাতজনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ এপ্রিল) শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস ও মো. জাহাঙ্গীঁর আলমের নেতৃত্বে মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইননুসারে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ জনকে ৭ দিন এবং ১ জনকে সর্বোচ্চ ১৫ দিনের সশ্রম কারাদন্ডসহ আরো ৫ জনকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
বুড়িগঙ্গা প্রতিষ্ঠানের লেগুনা চালক মো. দেলোয়ার হোসেন (৪০) ও মো. সাইফুদ্দিন (৪২) মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ সালের ১৩৮ ধারায় ৭ দিন সশ্রম কারাদন্ড দেওয়া হয়। প্রাইম গ্রুপ গার্মেন্ট প্রতিষ্ঠানের মিনিবাস চালক মো. সেলিম (৩৮) কে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এসময় সহ মোটরযান পরিদর্শক মো. ফারদিন খান, পেশকার আতিকুর রহমান, মো. কৌশিক উদ্দিন, মো. মাহবুব আলম, স্পিড গভর্নর কন্ডাক্টর মো. মামুনসহ এসএফ পুলিশ লাইন নায়েক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।