আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অচিরেই বাংলাদেশ একটি ক্রীড়া বিপ্লব ঘটবে-এসপি মনিরুল

নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় স্কুল কাবাডি (বালক বালিকা) প্রস্তুতি মুলক খেলার পুরস্কারবিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইসদাইর ওসমানী স্টোডিয়ামে জেলা পুলিশের আয়োজনে ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, অচিরেই বাংলাদেশ একটি ক্রীড়া বিপ্লব ঘটবে। আর সেই বিপ্লবে নারায়ণগঞ্জ সামনে থেকে নেতৃত্ব দিবে। তিনি আরও বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর কাবাডি খেলা বিলুপ্তের পথে ছিলো। শেখ হাসিনা আবার সেই খেলাকে বিপ্লব ঘটানোর উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে ভার প্রাপ্ত জেলা পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গেষ্ট অব অনার হিসেবে ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ ৫ আসেনর সংসদ সদস্য শামীম ওসমান, সোনারগাঁ ৩ আসনের সাংসদ লিয়াকত হোসন খোকা, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম,আবদুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম উন্নয়ন সম্পাদক কাউছার আহমেদ পলাশ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইশরাত জাহান স্মৃতি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।