আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৩১টি পূজামন্ডুপে এমপি খোকার অনুদান

সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩১টি পূজাম-পে নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়েছেন সাংসদ লিয়াকত হোসেন খোকা। গত রবিবার রাতে তিনি সরেজমিনে উপজেলার প্রতিটি পূজাম-প পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিটি পূজাম-পে দশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তার সহধর্মীনি ও সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু লোকনাথ দত্ত প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু লোকনাথ দত্ত বলেন, প্রতিবছর এমপি লিয়াকত হোসেন খোকা আমাদের পূজাম-পগুলোতে যেভাবে অনুদান দিয়ে আসছেন আমরা বিগত দিনের এমপিদের কাছ থেকে সেটা পাইনি। এমপি খোকার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমরা তার মঙ্গল কামনা করি।

সর্বশেষ সংবাদ