টি.আই.আরিফ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া আগামী সংসদ নির্বাচন করবেন, সবাই তার জন্য দোয়া করবেন।
শনিবার ৩০ নভেম্বর বিকালে রূপসী কাজীপাড়ায় বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর কঠোর সমালোচনা করে গোলাম ফারুক খোকন আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান বেকার ভাতা দেবে। সবাই তারেক রহমানের ৩১ দফা প্রচার করবেন। এখন আমাদের নেতা কর্মীরা বাসায় ঘুমাতে পারে। একটা সময় এখানে আমরা সমাবেশ করতে পারি নাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।
তাশিক হক ওসমান বলেন, আমরা দীপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করবো।
হাফিজুর রহমান পিন্টু বলেন,আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি।
তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর বলেন, আমাদের আন্দোলন শেষ হয়নি। আমরা দীপু ভুঁইয়াকে সংসদে পাঠাবো।