আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা বিভাগীয় সভায় নারায়ণগঞ্জ বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ঢাকা বিভাগ সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, নজরুল ইসলাম আজাদ ও বেনজীর টিটো ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সাথে বিষদ আলোচনা করেন।

এসময় নারায়ণগঞ্জ থেকে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও ঢাকা বিভাগের অর্ন্তভুক্ত প্রতিটি জেলা এবং মহানগর কমিটি থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা এই সভায় অংশ নেন।

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে আলোচনার পাশাপাশি করণীয় বিষয়েও নানা আলোচনা ও দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।

সর্বশেষ সংবাদ