সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকার বিরোধী লিফলেট ও পত্রিকা বিতরণকালে উপজেলা জামায়াতের সাবেক আমীর আজগর আলী মাষ্টার (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আমিন (৪৫) নামে তার এক সহযোগিকেও গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন বসাক জানান, উপজেলা জামায়াতের সাবেক আমীর আজগর আলী মাষ্টার শুক্রবার সকালে আমিন নামে তার এক সহযোগিকে নিয়ে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে সরকার বিরোধী লিফলেট ও সোনার বাংলা নামে জামায়াতে ইসলামীর একটি পত্রিকা বিলি করছিলো। এতে সরকার বিরোধী বিভিন্ন উষ্কানীমূলক লেখা ছিলো। এসময় খবর পেয়ে থানা পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আজগর আলী মাষ্টার উপজেলার দবিরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের মৃত হযরত আলীর ছেলে। এছাড়া জামায়াত নেতা আমিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগর এলাকার খলিলুর রহমানের ছেলে।