নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জের তারাব পৌরসভার ৮ নং ওয়ার্ডে রাশেদুল ও হৃদয়কে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। শনিবার ৮ ফেব্রুয়ারি সকালে এই বিক্ষোভ হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।
সভায় বক্তারা বলেন, রাশেদুল ও হৃদয় কে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা আসামিদের দ্রুত গ্রেফতার চাই।
প্রসঙ্গত গত ৪ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষে রাশেদুল ও হৃদয় নিহত হয়।