আজ বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে জাপা নেতা ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় উপজেলার বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

গ্রেফতার দেলোয়ার হোসেন প্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দেলোয়ার প্রধানের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে।’

দেলোয়ার হোসেন প্রধান নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতির পদে আছেন। তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন।

সর্বশেষ সংবাদ