আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৯ উদ্বোধন

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় তরুন ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং জাতীয় মানের ক্রিকেটার তৈরীর উদ্দেশ্যে “রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৯” উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আমিনপুর মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড এর বাংলাদেশ শাখার সভাপতি আবু নাইম ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড এর বাংলাদেশ শাখার সাধারন সম্পাদক রকিব খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক নজরুল ইসলাম বিজয়, চ্যানেল টি ওয়ান এর অপারেশন ডিরেক্টর মো. নুরুজ্জামান, চ্যানেল টি ওয়ান এর সোনারগাঁ প্রতিনিধি ও আমার সোনারগাঁ ডটকম এর সম্পাদক মো. হাবিবুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, এন আর বি ব্যাংক লিমিটেড সোনারগাঁ শাখার ব্যবস্থাপক ইউছুফ পাটোয়ারি, সোনারগাঁ যুব সংঘের সাধারণ সম্পাদক এম এ জামান, ইনসাফ ল্যাব এন্ড হসপিটালের পরিচালক সাইফুল আলম, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক ফজলুল হক সহ আরো অনেকে।
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা ও রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় শিশু কিশোর ক্রিকেট একাডেমী ৬৪ রানে ঢাকা মেট্টো ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে। শিশু কিশোর ক্রিকেট একাডেমীর এনামুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সর্বশেষ সংবাদ