আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৪ হোটেলকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৪

সিদ্ধিরগঞ্জে ৪

নিজস্ব প্রতিবেদক: 

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় চিটাগাংরোড এলাকায় ৪টি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ওই ৪ খাবার হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে বাসমতি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং নিউ হিরাঝিল হোটেল, রাজ ভান্ডারি হোটেল ও ১ নং আদি ভান্ডারি প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি করা, পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং রেস্টুরেন্ট ও হোটেল পরিচালনায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্তারা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়

বুধবার (৩ অক্টোবর ) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মো: শাহজাহান হালদার ও পুলিশ সদস্যবৃন্দ।

নির্বার্হী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি বলেন, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সবাই যাতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসা পরিচালনা করে তাঁর জন্য জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।