আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮টায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক সংবাদচর্চাকে  জানান,  শরিফুর রহমান পারভেজকে সোমবার রাত সাড়ে ৮ টায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে চালান করে দেয়া হবে।

জানা গেছে , বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে যুবমহিলা লীগ নেত্রী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজের (৪৫) বিরুদ্ধে মামলা (নং ১৮) দায়ের করেন। নিজ বাসায় জায়গা দিয়ে সহযোগীতা করায় মামলায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নুরু সেক্রেটারীর ছেলে জাহাঙ্গীর আলম জানাকে ২ নম্বর আসামি করা হয়। ঐদিন রাতেই নিজ বাসা থেকে জাহাঙ্গীর আলম জানাকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ সংবাদ