আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংগঠনিকভাবে এগিয়ে

সংবাদচর্চা রিপোর্ট:


জমে উঠেছে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে মেয়র পদে ৪ জন, তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও বর্তমান মেয়র হাছিনা গাজী, তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু সাঈদ। এদের মধ্যে সাংগঠনিক দিক দিয়ে বহু এগিয়ে রয়েছে আওয়ামী লীগ প্রার্থী হাছিনা গাজী। তার পক্ষে আওয়ামী লীগ ,যুবলীগ , মহিলা লীগ ,যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ , শ্রমিক লীগের সকল নেতাকর্মী একাট্টা হয়ে মাঠে নেমেছেন। বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থীবৃন্দ হাছিনা গাজীর পক্ষে রয়েছেন। তারা উঠান বৈঠক করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাচ্ছে। এমনটা বিএনপি এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তাদের সহযোগী সংগঠনগুলো মাঠে নেই। যুবদল, ছাত্রদল, মহিলা দল, যুব মহিলা দল সক্রিয় নয়। তাদের মধ্যে চরম দ্বন্দ্ব রয়েছে। বিএনপির মধ্যেও একই অবস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জামানত হারিয়ে রূপগঞ্জ ছেড়ে কোথায় চলে গেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান , তাকে খুঁজে পায় না তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তিনি তারাব পৌরসভার ভোটার। করোনাকালে তাকে পৌরবাসীর পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি। সম্প্রতি নাসির উদ্দিনের সাথে কাজী মনিরুজ্জামানের দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। এমন অবস্থায় কাজী মনিরুজ্জামান ও তার সমর্থকদের নাসির উদ্দিনের পক্ষে মাঠে দেখা যাচ্ছে না। গত নির্বাচনে নাসির উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন মাত্র ৫ হাজার ৯শ ৪৪ ভোট। কোন্দল থাকলে এবার তিনি তা পাবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এদিকে হাছিনা গাজীর গতবারের চেয়ে এবার জনপ্রিয়তা আরও বাড়ছে। পৌর এলাকার শিল্পমালিকবৃন্দ হাছিনা গাজীকে সমর্থন দিয়েছেন। তার নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। যা অন্য মেয়র প্রার্থীদের তেমন নেই। নারী ভোটার প্রায় অর্ধেক রয়েছে। বিশেষ করে মহিলা আওয়ামী লীগ ,যুব মহিলা লীগ নেতাকর্মীরা হাছিনা গাজীকে নৌকায় ভোট দিতে নারী ভোটারদের উৎসাহিত করছে। সব মিলিয়ে পুনরায় হাছিনা গাজীর জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
এবার সাধারণ কাউন্সিলন পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর , প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। তারাব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন।

সর্বশেষ সংবাদ