সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ৪০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১। র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, বেশ কিছুদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র দেশের বিভিন্ন স্থান হতে মাদক দ্রব্য কৌশলে রাজধানীসহ আশপাশের জেলায় নিয়ে আসছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল উপজেলার ব্রাক্ষণখালীস্থ কাঞ্চনব্রীজ সংলগ্ন বিআরটিসি যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আড়ৎ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার চশরামপুর এলাকার মোঃ আব্দুল গফুর মিয়ার ছেলে মোঃ মহিবুল্লাহ (৩৫), একই এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মুন্না (২৮)। এসময় আটককৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ঢাকা উত্তরার র্যাব-১ এর লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, বেশ কিছুদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র দেশের বিভিন্ন স্থান হতে মাদক দ্রব্য কৌশলে রাজধানীসহ আশপাশের জেলায় নিয়ে আসছে। গোপন সূত্রে জানা যায়, হবিগঞ্জ হতে একটি ট্রাকে করে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। এরই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং মাদক দ্রব্যের চালানটির গতিবিধি অনুসরণ করার লক্ষ্যে অবস্থান নেয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল উপজেলার ব্রাক্ষণখালীস্থ কাঞ্চনব্রীজ সংলগ্ন বিআরটিসি যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আড়ৎ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার চশরামপুর এলাকার মোঃ আব্দুল গফুর মিয়ার ছেলে মোঃ মহিবুল্লাহ (৩৫), একই এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মুন্না (২৮)। এসময় আটককৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।