আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুসলিমনগরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সংবাদচর্চা রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যান সংস্থা ভিন্ন আঙ্গিকে পালন করেন দিবসটি। শনিবার বিকেল ৫টায় ফতুল্লা এনায়েত নগর এলাকার মুসলিম নগর ইসলামিয়া দাখিলা মাদরাসায় বঙ্গবন্ধু দুঃস্থ সংস্থার সভাপতি মাহবুব হোসেনের উদ্যেগে গরীব ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, শাড়ি, পুরুষদের মাঝে লুঙ্গি এবং এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষাকে সন্মান দিয়েছেন।
ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং দুস্থ কল্যান সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে বাংলাদেশকে সুশাসন করার লক্ষ দিয়ে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম.এ মান্নান, শ্রমিক লীগের সহ-সভাপতি সিরাজউদ্দিন জনি, ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লা র সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি প্রমূখ।

সর্বশেষ সংবাদ