নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন । শনিবার (৫ অক্টোবর) শহরের মিনাবাজার এলাকায় দুর্গাপূজা মন্ডুপ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
আইভী বলেন , মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে এবং সকলকে বলবো আমার দেশ, মা, মাটিকে ভালোবেসে এদেশের উন্নয়নে আমরা সহযোগিতা করবো। আমাদের প্রার্থনা থাকবে এদেশে যেন শান্তি বিরাজ করে।
তিনি আরো বলেন, কোন অপশক্তি যেন আমাদের এ সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে না পারে সে প্রচেষ্টা যেন থাকে। আমাদের এ অত্যাচার, অবিচার ও অন্যায় দূর করে মা যেন আমাদের বাংলাদেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের দরবারে যেন এ শান্তি বিরাজ করে এ বার্তা যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় ।