সংবাদচর্চা রিপোর্ট
বিতর্কিত রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। ১৮ জুন উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সকালে মনিরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: রূপগঞ্জে পিআইও মনিরুলের বিরুদ্ধে মানববন্ধন
মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জনগণ, ভুক্তভোগী জনপ্রতিনিধিরা। মানববন্ধনের পর তার বদলির আদেশ আসে। তার বিরুদ্ধে সরকারি টি.আর.কাবিখা সহ বিভিন্ন প্রকল্প বরাদ্দের ১১% টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে জনস্বার্থে দুর্যোগ মন্ত্রণালয় তাকে বদলি করেছে।