আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দর উপজেলা এক গোলে এগিয়ে

সংবাদচর্চা রিপোর্ট
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল এর ফাইনাল খেলা অুনষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বন্দর উপজেলা এবং রূপগঞ্জ উপজেলা। সর্বশেষ তথ্য অনুয্য়াী বন্দর উপজেলা ১ শুন্য গোলে এগিয়ে আছে। তবে খেলায় হড্ডা হাড্ডি লড়াই হচ্ছে।

স্টেডিয়ামে আরো উপস্থিত রয়েছেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রেহেনা আক্তার,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টিটু, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জাতীয় পার্টির জেলা সভাপতি আবু জাহের, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ