আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাব পৌরসভায় শুরু হয়েছে নতুন ভোটার তালিকা

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভায়  শুরু হয়েছে নতুন ভোটার তালিকা। বৃহষ্পতিবার (৩ অক্টোবর) থেকে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।  বৃহষ্পতিবার প্রথম দিনে নতুন ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে তারাব পৌর ভবনে। ভোটার হতে পেরে তরুণ তরুণীরা উল্লাস প্রকাশ করছে।

এদিকে নতুন ভোটার তালিকা হালনাগাতে কঠোর অবস্থানে রয়েছে তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী । তিনি সংবাদচর্চা বলেন, রোহিঙ্গা এবং জঙ্গি সন্ত্রাসীরা ভোটার তালিকায় অন্তভূক্ত হতে পারবে না। যারা ভোটার তালিকা হালনাগাদ করছেন তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি।

জানা গেছে তারাব পৌর সভার  ১ এবং ২ নং ওয়ার্ডে ৪ অক্টোবর, ৩ নং ওয়ার্ডে ৫ অক্টোবর,৫ নং ওয়ার্ডে ৬ অক্টোবর ,৬ নং ওয়ার্ডে ৭ অক্টোবর, ৮ নং ওয়ার্ডে ১১ অক্টোবর ছবি তোলা হবে। এছাড়া ৭ নং ওয়ার্ডে  ৯ অক্টোবর থেকে দুই দিন ছবি তোলা হবে। ৯ নং ওয়ার্ডে  ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছবি তোলা হবে।

সর্বশেষ সংবাদ