আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফতুল্লায় ৮ মাদক কারবারী আটক

সংবাদচর্চা রিপোর্ট:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ফতুল্লা শিবু মার্কেট এলাকার পূর্ব ও পশ্চিম লামাপাড়া এলাকা থেকে ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। রোববার ডিবি পুলিশের উপ পরিদর্শক মাসুদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃত হলেন, পূর্ব লামাপাড়া এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে হারুন মিয়া (৫৫), তার স্ত্রী রুফ নাহার বেগম, ছেলে মো. আরিফ (২৯), আরিফের স্ত্রী তাহমিনা (২৩) এবং পশ্চিম লামাপাড়ার রহমানের ছেলে মুন্না (১৭), আশরাফ উদ্দীনের ছেলে পলাশ (১৬), সামসুদ্দীনের ছেলে জাহাঙ্গীর (৩৯) সহ রকি।
রববার দুপুরে

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সূত্রে জানা যায়, লামাপাড়ায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হলে দেখা যায় প্রকাশ্য দোকানে গাঁজা বিক্রি করছে হারুন মিয়া নামক একজন মাদক ব্যবসায়ী। প্রথমে তাকে আটক করা হয় পরবর্তীতে হারুনকে সহ তার বাসায় অভিযান পরিচাল কালে রুমে তল্লাশী করলে বিপুল পরিমান গাঁজা সহ পরিবারের তিন সদস্যকে আটক করে।

অপর দিকে অন্য একটি বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ৪জন চিহ্নিত মাদক ব্যবাসয়ীকে একই এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের (নাম প্রকাশে অনিচ্ছুক) কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তারা জানান, প্রায় ৩ যুগ ধরে হারুন ও তার পরিবার গাঁজা বিক্রি করে আসছে। তাদের কারনে অনেক পরিবার মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। একাধিকবার পুলিশ তাদের আটক করে নিয়ে গেলেও ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ