আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুড়াপাড়া কলেজ ছাত্রসংসদের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা  ছাত্রসংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ।

সোমবার সকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে বিআরটিসি বাসে যাত্রা শুরু করেন মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রসংসদের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সরকারী মুড়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমার দাস, সহকারী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ, ছাত্রসংসদ নবনির্বাচিত ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, এজিএস আশিক , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মাইনুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক  তানজিল হামীম জয়, দপ্তর ও প্রচার সম্পাদক রায়হান বিল্লাল অনিক, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, সহ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর ও প্রচার সম্পাদক জুয়েল আহমেদ অভি, মিলনায়তন সম্পাদক বিজয়চন্দ্র বিশ্বাস ,মহিলা মিলনায়তন সম্পাদিকা শাকিলা আক্তার, সদস্য শুভ দাস, জুয়েল মোল্লা, তাইজুল ইসলাম প্রমুখ।

এসময় অধ্যক্ষ বাবু সুকুমার রায় বলেন, ছাত্রসংসদের নেতাকর্মীদের উদ্যোগে এই প্রথম সরকারি মুড়াপাড়া কলেজ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে প্রথম যাত্রা । সেখান থেকে ছাত্রসংসদের নেতাকর্মীরা অনেক কিছু জানতে পারবে।

সর্বশেষ সংবাদ