জাপা নেতা আল জয়নালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতি।
রবিবার (২২ সেপ্টম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা এ সকল ভূমিদ্যুদের ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহন করবো। ভূমিদস্যুরা যত বড় শক্তিশালী ও ক্ষমতাসীন হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউল্লা মিন্টু সাধারন সম্পাদক শফিউদ্দিন প্রধান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, কোষাধক্ষ শফিকুল ইসলাম লিটন, সদস্য শামীম খান সহ প্রমূখ।