ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মো: মুন্না (৩৫)কে কুপিয়ে ও এসিড দিয়ে ঝলসে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতারকৃত সাইফুলের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
বুধবার (২অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় সৈয়দ মো: মুন্না (৩৫)কে কুপিয়ে ও এসিড দিয়ে ঝলসে হত্যার চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই পুলিশ ওই এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।