আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোখের জলে বুক ভাসালেন রোনালদো

মৃত বাবার একটি ভিডিও ফুটেজ দেখে অঝরে কেদেছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।  যেখানে ছেলের অর্জন নিয়ে বলেছিলেন রোনালদোর জনক।

ভিডিওটি ২০০৪ সালে পর্তুগালে ইউরো টুর্নামেন্ট শুরুর আগে করা। পরের বছরই পৃথিবীর মায়া ত্যাগ করেন রোনালদোর বাবা হোসে দিনিস অ্যাভিইরো। হোসে ছিলেন মদ্যপ ও একজন সাবেক সৈনিক। যকৃতের রোগে ৫২ বছর বয়সে মারা যান তিনি। তবে দু:খের বিষয় তিনি দেখে যেতে পারেননি ছেলের এমন আকাশ ছোঁয়া সাফল্য।

সাক্ষাৎকারে কান্না ভেজা চোখে রোনালদো বলেন, ‘আমি কখনো এই ভিডিও দেখিনি। অবিশ্বাস্য।’ পরে এই ফরোয়ার্ড সম্প্রতি তার ওপরে আসা ধর্ষণের অভিযোগের ব্যাপারেও কথা বলেন। ‘এ বিষয়টি নিয়ে আমি বিব্রত ছিলাম’। যদিও মার্কিন মডেলের করা সেই মামলায় কোনো কিছু প্রমাণিত না হওয়ায় অভিযোগ মুক্ত হন রোনালদো।

সর্বশেষ সংবাদ