চোলাই মদসহ নারায়ণগঞ্জ শহরে লিটন দাস (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১১। ২৬ সেপ্টেম্বর সকাল সোয়া ৯ টার দিকে শহরের ১ নং খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সেই চোলাই মদ সেন কোম্পানীর ।
আটক লিটন দাস বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার রাজেশ দাসের ছেলে। সে ১ নং খেয়াঘাট এলাকাতেই বসবাস করে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, লিটন দাসের কাছ থেকে ৩১ টি বোতলের মধ্যে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সে সদর মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি মদ বিক্রি করে আসছিলো। তার সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।