আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার দুপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন ইউএনও সোহাগ হোসেন, সহকারি কমিশনার ভূমি উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, মৎস্য কর্মকর্তা আনিচ্ছুজামান ও ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ প্রমূখ।