আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

আড়াইহাজারে গৃহবধুকে

আড়াইহাজারে গৃহবধুকে

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাসরিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত নাসরিন ওই এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী। ঘটনার পর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক।
নিহতের পিতা নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে আড়াইহাজার উপজেলার লষ্করদী গ্রামের খেদমত আলীর ছেলে মঞ্জুর হোসেনের (৩০) সঙ্গে নাসরিন আক্তারকে বিয়ে হয়। নাসরিন দেখতে সুন্দর হওয়ায় বিয়ের পর থেকে পিছু নেয় দেবর দেলোয়ার হোসেন। সে বিভিন্ন অজুহাতে তাকে উত্যক্ত করতো। বিষয়টি স্বামী মঞ্জুর হোসেনকে জানালে উল্টো নাসরিনকে শাসিয়ে দেয়। এতে দেবর দেলোয়ার তাকে অবৈধ মেলামেশার প্রস্তাব দিলে সে সবাইকে বলে দেয়ার হুমকী দেয়। পরে দেলোয়ার তার বড় ভাই মঞ্জুরকে স্ত্রী নাসরিনের চরিত্র সম্পর্কে কানভারী করে। এনিয়ে দেবর ও স্বামী মিলে তাকে বেশ কয়েকবার শারীরিকভাবে নির্যাত করে। শনিবার রাতে নাসরিনকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করার পর রোববার রাতে ফোনে পিতার কাছে নাসরিন মারা যাওয়ার সংবাদ দেয়। খবর পেয়ে শফিকুল এসে দেখেন তার মেয়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। নিহতের নাক মুখ এবং হাতÑপাসহ দেহের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন এবং নির্যাতনের ছাপ। দেবর, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন এর মধ্যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহতর পিতার অভিযোগ, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের বিচার চান।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আব্দুল হক জানান, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না অন্য কিছু।