আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতপাড়ায় দিপুর নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার সকালে আদালত পাড়ায় আওয়ামী লীগের  কেন্দ্রীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপুর ব্যক্তিগত চেম্বারে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। আইনজীবীদের সাথে নিয়ে কেক কাটেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজার করা হয়।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল মেয়র এড.মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.হাবিব আল মুজাহিদ পলু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হান্নান আহমেদ দুলাল, আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এড.আলী আহাম্মদ ভূঁইয়া, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি ও অতিরিক্ত পিপি কেএম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড.স্বপন ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড.জিয়াউল ইসলাম কাজল, এড.জসিম উদ্দিন, এড.সালাউদ্দিন, জেলা যুব আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট এড.ফজলে রাব্বি, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির এড.রাসেল, এড.রুমেল মোল্লা, এড.নারায়ণ চন্দ্র ঘোষ, এড. জেএম ফেরদৌস, এড.মামুন সিরাজুল মজিদ, এড.এমদাদ হোসেন সোহেল, এড.মিজানুর রহমান, এড.ফাহিম, এড.শাহ ইমতিয়াজ আহমেদ রাজিব, এড.কানিজ ফাতেমা, এড.আলী আকবর, এড.নজরুল ইসলাম, এড.নূরহোসেন, এড.নজরুল ইসলাম,এড.নারায়ণ সাহা, এড.মুনতাসির বাঁধন, এড.শরীফুল ইসলাম, এড.রহিম প্রমুখ।

সর্বশেষ সংবাদ