নির্ধারিত প্রকল্ট ছাড়া অন্য কোথায় অর্থ ব্যায় না করার শর্তে নারায়ণগঞ্জে জেলার ৩টি আসনের সংসদ সদস্যদের প্রকল্প বাস্তায়নে অর্থ বরাদ্দ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (২ জুন) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নির্দেশে ২ জুন পৃথক ৩টি স্মারকে এই বরাদ্দ দেওয়া হয়। স্বারকে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী। এ সকল অর্থ নারায়ণগঞ্জ জেলা পরিষদের অধিক্ষেত্র প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্যবহার করা হবে।
সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসূচি জেলা পরিষদের সহায়তা খাতের অধীনে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে ৫০ লক্ষ টাকা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে এক কোটি করে মোট ২ কোটি টাকা বরাদ্ধ করাহয়।
তবে, শর্তদেন নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোন কাজে এই অর্থ ব্যবহার করা যাবে না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ মঞ্জুরীকৃত অর্থের আযন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।