আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগের প্রেতাত্বাদের ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে :কাজী মনিরুজ্জামান

সংবাদচর্চা রিপোর্ট :
বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আওয়ামীলীগের প্রেতাত্বাদের ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলে স্থান হবে না। দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পরিচালিত করার মতো ছাত্রদের যোগ্যতা অর্জন করতে হবে। শহীদদের আতœত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল ১জানুয়ারি বুধবার রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী এই সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলাবো ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ। সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোঃ মাসুম, তারাবো পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, জিয়া মঞ্চের আবদুল হালিম, আওলাদ হোসেন আলো, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রুমানা আফরিণ, ছাত্রদলের নাসিম হোসেন প্রিন্স, আকিব হাসান, গোলাম সারোয়ার সাজু, আরিফ হাসান প্রমুখ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, মোনাজাত, রক্তদান ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়।
পরে নেতাকর্মীরা মাথায় ক্যাপ পরে, হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে বুবুজেলা আর সাউন্ড বক্স বাজিয়ে উৎসাহ উদ্দীপনায় ছাত্রদলের শোভাযাত্রায় অংশ নেয়।
উল্লেখ্য ১৯৭৯সালের ১জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য, প্রগতির- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।