আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন করে প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ পেলেন তারা

নির্ধারিত প্রকল্ট ছাড়া অন্য কোথায় অর্থ ব্যায় না করার শর্তে নারায়ণগঞ্জে জেলার ৩টি আসনের সংসদ সদস্যদের প্রকল্প বাস্তায়নে অর্থ বরাদ্দ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২ জুন) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নির্দেশে ২ জুন পৃথক ৩টি স্মারকে এই বরাদ্দ দেওয়া হয়। স্বারকে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী। এ সকল অর্থ নারায়ণগঞ্জ জেলা পরিষদের অধিক্ষেত্র প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ব্যবহার করা হবে।

সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসূচি জেলা পরিষদের সহায়তা খাতের অধীনে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে ৫০ লক্ষ টাকা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে এক কোটি করে মোট ২ কোটি টাকা বরাদ্ধ করাহয়।

তবে, শর্তদেন নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোন কাজে এই অর্থ ব্যবহার করা যাবে না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ মঞ্জুরীকৃত অর্থের আযন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।