সংবাদচর্চা অনলাইনঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভী।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২ নং রেলগেইট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মেয়র আইভীর শ্রদ্ধা নিবেদনকালে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং তাঁর সম্মানে এক মিনিট নীরবতা পালন করা কয়।