আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিসার সাবেক প্রেমিকের জামিন শুনানী ৭ সেপ্টেম্বর

সংবাদচর্চা রিপোর্ট:

আলোচিত জিসা মনির সাবেক প্রেমিক আব্দুল্লাহর জামিন শুনানী আগামী ৭ সেপ্টেম্বর হবে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। পরে আদালত আগামী ৭ সেপ্টেম্বর জামিন শুনানীর দিন ধার্য করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল্লাহর আইনজীবী এডভোকেট মো. রোকন উদ্দিন। তিনি জানিয়েছেন, জামিনের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জামিন শুনানীর দিন আগামী ৭ সেপ্টেম্বর সোমবার ধার্য করেছেন।

গত ৪ জুলাই জিসা মনি নগরীর দেওভোগ নিজের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার। ওই মামলায় পুলিশ আব্দুল্লাহ, রকিব ও নৌকার মাঝি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে ৯ অগাস্ট আদালতে জবানবন্দিতে তারা ‘অপহরণ, ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার’ দায় স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে ২৩ আগস্ট মৃত সেই জিসা জীবিত ফিরে আসায় প্রশ্নবৃদ্ধ হয় তদন্ত এবং গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি নিয়ে।