আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জবাসীকে ভালোবেসেই করেছি: ডিসি

সংবাদচর্চা রিপোর্ট:

চারজন ম্যাজিস্ট্রেটসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৫জন অদৃশ্য দানব  করোনাভাইরাসকে জয় করেছে।  সোমবার (১১ মে) তাদের একজন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন ,আলহামদুলিল্লাহ ।আমার চারজন ম্যাজিস্ট্রেট এবং ডি আর আর ও সবাই করোনা যুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া প্রত্যেকের দুইবার নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত প্রথম দুইজন শনাক্ত হয় । নারায়ণগঞ্জের  ইটালি ফেরত সে তুলনায় আমরা চেষ্টা করেছি এই যুদ্ধটা কে সামনে থেকে করার । ডিআর আর ও তিনদিন আগেই হাসপাতাল থেকে এসেছে আমি বিশ্বাস করি কেবিনেট সেক্রেটারি জনপ্রশাসন সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ,বিভাগীয় কমিশনার ঢাকা ,আমার সহকর্মীদের এবং আমাকে যেভাবে এই দুর্যোগে উৎসাহিত করেছেন তার ফলেই করোনার পজিটিভ সুন্দরভাবে ফিরে আসতে পেরেছি। সহকর্মী তানিয়া তাবাসসুম তমা ৩৪ তম ব্যাচ যেভাবে যুদ্ধ করেছেন এটা আসলেই অনুকরণীয় দৃষ্টান্ত।  বন্দর উপজেলা ইউএনও শুক্লা সরকার অথবা ম্যাজিস্ট্রেট ফারজানাই বা কম কিসে । আমি প্রতিদিন যতবার তাদের খবর নিয়েছি উল্টো তারা আমার অসুস্থতা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিল।  তবে একটা বিষয় আমি , আমার সহকর্মী হিসেবে করোনা মোকাবেলার জন্য সামনে গিয়েছি ।এসব সহকর্মীরা আমার নির্দেশনা জন্য অপেক্ষা করেনি তারাও আমার পরবর্তীতে ঝাঁপিয়ে পড়েছে । আর এগুলো করেছি নারায়ণগঞ্জবাসীকে ভালোবেসে । প্রশাসনের অবস্থান সমুন্নত রাখার জন্যই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব করণা থেকে বাংলাদেশ মুক্ত হবেই ইনশাল্লাহ।