আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে র‌্যাব। তার নাম মজনু। বয়স আনুমানিক ৩০ বছর। সে মাদকাসক্ত ছিল। এ কারণে পৈশাচিক শক্তি নিয়ে সে ঢাবি ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। মঙ্গলবার দুপুরে র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ধর্ষক মজনু ভিক্ষুক ও প্রতিবন্ধীদের জোর করে ধর্ষণ করতো।

আর ঢাবি ছাত্রীকে ধর্ষণের দিন মজনু মাদকাসক্ত ছিল। এ কারণে পৈশাচিক শক্তি নিয়ে সে ওই ঢাবি ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সে একজন পেশাদার ছিনতাইকারী বলেও জানানো হয়।
এ সময় আরও বলা হয়, ভিকটিম জানিয়েছে মজনুই সেই ধর্ষক। এছাড়া গ্রেফতারের পর মজনুও জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।