ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে র্যাব। তার নাম মজনু। বয়স আনুমানিক ৩০ বছর। সে মাদকাসক্ত ছিল। এ কারণে পৈশাচিক শক্তি নিয়ে সে ঢাবি ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাবের প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ধর্ষক মজনু ভিক্ষুক ও প্রতিবন্ধীদের জোর করে ধর্ষণ করতো।
আর ঢাবি ছাত্রীকে ধর্ষণের দিন মজনু মাদকাসক্ত ছিল। এ কারণে পৈশাচিক শক্তি নিয়ে সে ওই ঢাবি ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সে একজন পেশাদার ছিনতাইকারী বলেও জানানো হয়।
এ সময় আরও বলা হয়, ভিকটিম জানিয়েছে মজনুই সেই ধর্ষক। এছাড়া গ্রেফতারের পর মজনুও জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।