আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের হাবু মেম্বার গ্রেফতার

সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুকে ডাকাতিসহ ৩ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর)  বিকালে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হাবুকে গ্রেফতারের বিষয়টি সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান সংবাদচর্চা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীর বিরুদ্ধে একাধিম মামলা রয়েছে। ওয়ারেন্ট মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।   আগামীকাল (সোমবার) তাকে নারায়ণগঞ্জ  কোর্টে চালান করে দেয়া হবে।

এছাড়া জানা গেছে , বারদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাবু। সে বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের মৃত ওয়াদুদ বেপারী ছেলে।  হাবুর বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে বলে জানা গেছে ।

 

সর্বশেষ সংবাদ