ফুটবল বিশ্বের সর্বকালে অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো নাজারিও। খেলোয়াড়ি জীবনে অনেক ডিফেন্ডারের মুখোমুখি হয়েছেন ব্রাজিলের জার্সিতে ২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। তবে তাদের মধ্যে একজনকে এখনো ভুলেননি ‘দ্য ফেনোমেনন’। আর্জেন্টিনার সেন্টার-ব্যাক রবার্তো আয়ালার বিপক্ষেই নাকি সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন তিনি।
কার বিপক্ষে সবচেয়ে বেশি ভুগেছেন এমন প্রশ্নের জবাবে রোনালদো লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট’কে বলেন, ‘সম্ভবত ডিফেন্ডার রবার্তো আয়ালার বিপক্ষে, ক্যারিয়ারে আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে সে।’
সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আরো বলেন, ‘সবসময় আমি তার মুখোমুখি হতাম, সে সবসময় আমাকে হুমকি দিত এবং আমার খেলা সীমাবদ্ধ করে দিতো। আমি কেবল নিজেকে রক্ষা করার চেষ্টা করতাম।’