রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া প্রচারণার শেষ দিন গতকাল ১২ অক্টোবর শনিবার গণসংয়োগ করেছেন। রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর, ভক্তবাড়ি, ব্রাহ্মণখালী, হাবিবনগর, গুতিয়াবো, বাঘবের, কাদিরারটেক, ইউসুফগঞ্জ ও ভোলানাথপুর সহ আশপাশের এলাকায় তিনি এ গণসংয়োগ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আজিজ, আবুল কালাম ভুঁইয়া, ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল মান্নান মুন্সী, আলহাজ্ব জাহেদ আলী, শাহজাহান ভুঁইয়া, সাহাবুদ্দিন ভুঁইয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী শীলা রাণী পাল, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ ও ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ।
গণসংযোগকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকেই বিজয়ী করতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করতে হবে।
উল্লেখ্য রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৪ অক্টোবর ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ১৭ টি কেন্দ্রে ৩৩ হাজার ১৩৭ জন ভোটার রয়েছে।