নবকুমার
রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তারাব পৌর মেয়র হাছিনা গাজী বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল । বঙ্গবন্ধু ছিলো শ্রমজীবী মানুষের নেতা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করেছে।
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিকদের পেটে ভাত থাকে নাই। অনেক শ্রমিক আত্মহত্যা করেছে। পাট কলগুলো বন্ধ করে দিয়েছিলো বিএনপি সরকার।
শনিবার (১২ অক্টোবর) তারাব পৌর আওয়ামী লীগ অফিসে জাতীয় শ্রমিক লীগ (৫০ তম) ও মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছিনা গাজী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে দিয়েছে। নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর কন্যা নারী শ্রমিক লীগ গঠন করে দিয়েছে। নারী শ্রমিকরা আর অধিকার বঞ্চিত থাকবে না। তারা তাদের সংগঠনের মাধ্যমে অধিকার আদায় করে নিবে।
মেয়র আরো বলেন, তারাবতে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না। এখানে কল কারখানা গড়ে উঠছে। শ্রমিকরা যাতে শান্তিতে কাজ করতে পারে সেই লক্ষে কাজ করছি।