নারী শ্রমিককে (২০) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) কাশীপুর হোসেনি নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, পটুয়াখালী জেলার সদর থানার বসাকবাজার এলাকার স্বপন হাওলাদারের ছেলে শুভ (২২) ও গাইবান্ধা জেলার কাটিয়ারা এলাকার বাবু (২৫)। তার উভয়ই কাশীপুর হোসেনি এলাকার ভাড়াটিয়া।
জানা গেছে , গ্রেপ্তারকৃত শুভ ও বাবু এবং ভুক্তভোগী ওই শ্রমিক হোসেনি নগর এলাকায় একটি হোসিয়ারীতে কাজ করে। কাজ শেষে শুভ একটি রুমে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে পরে বাবু ধর্ষণ করার সময় কিশোরী ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন তাদের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।