আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জি কে শামীমের জামিন নামঞ্জুর

সংবাদচর্চা রিপোর্ট:

অস্ত্র মামলায় টেন্ডার সম্রাট সোনারগাঁয়ের জি কে শামীমের জামিন না-মঞ্জুর করেছে আদালত।  সোমবার ( ৭অক্টোবর)  দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জি কে শামীমের জামিন আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী তার জামিন নামঞ্জুর করেন।

জানা গেছে  অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে জি কে শামীমকে আজ  আদালতে আনা হয়। এ মামলায় নতুন করে রাষ্ট্রপক্ষের কোনো রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে নেওয়া হয়নি। তবে জি কে শামীমের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। এদিকে জি কে শামীমের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় রিমান্ড চলমান আছে।

এর আগে, গত বুধবার জি কে শামীমের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অস্ত্র ও অর্থ পাচার-এই দুই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত অস্ত্র মামলায় চার দিন এবং অর্থপাচার মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে তার সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয়। গুলশানের নিকেতনে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, দুইশ কোটি টাকার কাছাকাছি এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ জব্দ করে র‌্যাব।

সর্বশেষ সংবাদ