আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের পক্ষে প্রধানমন্ত্রীর জন্য দোয়া

ফতুল্লা প্রতিনিধি

ফতুল্লায় যুবলীগ কর্মী শাহিন আহাম্মেদের উদ্যেগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দোয়ার আয়োজন করা হয়েছে। রোববার রাতে ফতুল্লার পোস্ট অফিস মেরীনা গার্মেটস সংলগ্ন আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

শাহিন আহাম্মেদ বলেন, বঙ্গবন্ধু সু‌যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃদ্ধি ও অগ্রগতিতে বিশ্বাসী। দরিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে চলবো, সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য কাজ করবো। আমরা সবাই এক হয়ে আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের পক্ষ থেকে সমাজের সকল ভালো মানুষের পক্ষে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান স্বপন, যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মোস্তাফিজ সেন্টারের চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন ও জসিম, আলামিন, শাওন, রনি, রাসেল, মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ