আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা সমিতির উদ্যোগে রশিদের রোগমুক্তি কামনায় দোয়া

নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে সমিতির অর্থ সম্পাদক ও বন্দর উপজেলা চেয়ারম্যান এম.এ রশিদের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা সমিতির সহ-সভাপতি এডভোকেট কাজী সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  এডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, এম.এ রশিদ সাহেব একজন মুক্তিযোদ্ধা ও দলমত নির্বিশেষে একজন ভাল লোক। মহান আল্লাহ  তার অসুস্থতা দূর করে আমাদের মাঝে ফিরে আনবেন । তিনি নারায়ণগঞ্জ জেলা সমিতির যেমন নিবেদিত প্রাণ তেমন তিনি নির্বাচিত উপজেলার চেয়ারম্যান হিসেবে জনগণের একজন প্রাণ প্রিয় ব্যক্তি । রোগমুক্তি কামনায় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়. ডা. ওয়াজেদুর রহমান, মোঃ মনির হোসেন, মুক্তিযোদ্ধা আয়েত আলী, ডা. গোলাম মোস্তফা। মোনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম সম্পাদক হাফেজ খালেদ হোসেন।

সর্বশেষ সংবাদ