আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার জঙ্গি বাড়িতে বোম ডিম্পোজাল ইউনিটের প্রবেশ

সংবাদচর্চা ডেস্ক:
জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লার তক্কারমাঠ এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম৷ বাড়িটি এখনও ঘিরে রেখেছে পুলিশ৷

ইতিমধ্যে বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌছেছে৷ বাড়ির ভেতর থেকে অন্যান্য ভাড়াটিয়াদের বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ৷ বোম ডিস্পোজাল ইউনিটের একটি টিম বাড়ির ভেতরে প্রবেশ করেছে৷

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইডিজ মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তিনি পুলিশের বিভিন্ন ইউনিটকে দ্রুত ঘটনাটি শেষ করার জন্য পরামর্শ প্রদান করছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম৷ এই অভিযানে যোগ দিয়েছে জেলা পুলিশের কয়েকটি টিম৷

অভিযানের পরপরই ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়৷ আটককৃতরা হলো- দুই ভাই ফরিদউদ্দীন রুমি (২৭) ও জামালউদ্দীন রফিক (২৩) এবং ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)। তারা মূলত ওই বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে৷

ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷ তিনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন৷ আটককৃতরা তার দুই ছেলে ও পূত্রবধূ৷ দুই ছেলের মধ্যে ফরিদউদ্দিন রুমি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক, জামালউদ্দিন রফিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক এবং ফরিদের স্ত্রী ফোয়ারা অনু অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল।

সর্বশেষ সংবাদ