আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুদুর কুশপুত্তলিকা দাহ করলো রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম এর নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ঘণ্টাব্যাপী চলে। এসময় বিএনপি নেতা দুদুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানোসহ তার কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার ছাত্র লীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারন সম্পাদক মনির খান সোমেল, সাংগঠনিক সম্পাদক মাহবুব ভুইয়া, মামুন ভুইয়া, যুগ্ন সম্পাদক তাসমিউস সিয়াম, খন্দকার তারেক আহমেদ, মো আজিজ, আরিফ খান জয়, ফরহাদ সিকদার প্রমূখ।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রাজকাহন টকশোতে অংশগ্রহণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বঙ্গবন্ধুর মত পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন। ‌যেই পথে বঙ্গবন্ধুর বিদায়, সেই পথে শেখ হাসিনার বিদায় – বলে মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা। তার এই বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি।

 

সর্বশেষ সংবাদ