আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাসী কামালের আতংকে নিহত যুবলীগ নেতা জাকিরের পরিবার

সন্ত্রাসী কামালের

সন্ত্রাসী কামালের আতংকে নিহত যুবলীগ নেতা জাকিরের পরিবার

সন্ত্রাসী কামালের

 

নিজস্ব প্রতিবেদক:রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার যুবলীগ নেতা জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামী কামাল এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

এ ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও রহস্যজনক কারণে পুলিশ  আসামীদের গ্রেফতার করতে পারছে না। নিহত জাকির হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে। এছাড়া জাকির হোসেন কাচামালের ব্যবসার পাশাপাশি যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

জানা গেছে নিহত জাকির হোসেনকে হত্যার পূর্বে বিভিন্ন সময়ে হত্যার জন্য হুমকি দিয়ে আসছিলো  বলাইখা এলাকার সন্ত্রাসী কামাল হোসেন।কামাল জাকিরকে  হত্যার হুমকি দিলে জাকির নিজে ও তার পরিবারের নিরাপত্তার জন্য রূপগঞ্জ  থানায় গত ২৩.১২.১৭ তারিখে একটি সাধারণ ডায়েরি করেছে।

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে যে  গত ১০.১২.১৭ তারিখে জাকির হোসেনের গাউছিয়া তাতবাজারের দীর্ঘ দিনের কাচামালের দোকান কামাল হোসেন,বাবু,মামুন, সরাতে বলে ।দোকান না সরালে তখন জাকিরসহ তার পরিবারকে অকথ্যভাষায় বকা দেয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

গত ৩১ জানুয়ারী সকাল সোয়া ৭টার দিকে সন্ত্রাসী কামাল ও তার সহযোগিরা যুবলীগ কর্মী জাকির হোসেনকে তার গলায়, পিঠে, কাঁধ, হাতের কব্জিসহ শরীরের নয়টি অংশে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে।

নিহতের স্ত্রী ফারজানা বেগম থানায় হত্যা মামলা দায়ের করলে তাকে  বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে আসামীরা। কামাল বাহিনীর সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

এলাকাবাসী জানায় , সন্ত্রাসী কামাল দীর্ঘদিন যাবত গোলাকান্দাইল এলাকায় চাদাবাজি,সন্ত্রাসী,রাহাজানি করে আসছে । প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনসহ অন্যের জায়গা জোরপূর্বক দখল করে থাকে।তার বিরূদ্ধে একাধিক মামলা রয়েছে।