আজ বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সকল অপশক্তির বিরুদ্ধে আমরা লড়বো: কাজী মনির

টি.আই.আরিফ :
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই ফাইনাল খেলা হয়। খেলায় বালুরপাড় একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অনেক আছে । মাদক থেকে আমরা দূরে থাকবো। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা লড়বো। আমরা খেলবো আমরা জিতবো। আমরা কোন সন্ত্রাস চাই না। আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, যুবদল নেতা এড. আমিনুল ইসলাম ইমন, আবু মাসুম,আজিম সরকার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান প্রমুখ।