অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, নাসিক কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর শাওন অংকন, বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল মোতালেব, হিমেল খান প্রমুখ।